খিদে মেটাতে শুধু খাবার খাওয়া নয়, মন ভাল রাখার চাবিকাঠিও হতে পারে বেশ কিছু খাবার

Published by: ABP Ananda

এমন বেশ কিছু খাবার রয়েছে যা মুড লিফ্টিংয়ের কাজ করে

Published by: ABP Ananda

ডালে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ট্রিপ্টোফ্যান, যা শরীরে সেরোটোনিন বাড়াতে সাহায্য করে

Published by: ABP Ananda

ট্রিপ্টোফ্যান সহ যথেষ্ট ফাইবার, প্রোটিন আছে ছোলায়, এতে উপস্থিত সেলেনিয়াম এবং জিঙ্ক ডিপ্রেসন মোকাবিলা করতে পারে

Published by: ABP Ananda

পনিরে রয়েছে প্রোটিন এবং ট্রিপ্টোফ্যান যা ঘুমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

ওয়ালনাট, আমন্ডের মতো খাবারে রয়েছে ট্রিপ্টোফ্যান এবং স্বাস্থ্যকর ফ্যাট

Published by: ABP Ananda

ট্রিপ্টোফ্যান থাকে কুমড়োর বীজে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

দুধ, দই, বাটার মিল্কে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ট্রিপ্টোফ্য়ান, দিনের যে কোনও সময় যা খাওয়া যায়

Published by: ABP Ananda

ট্রিপ্টোফ্যানের অন্যতম উৎস ওটস, যা সেরোটোনিন উৎপাদনে সহায়ক

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda