চুল রং করার শখ থাকলেও আশঙ্কা থাকে সেই রং কদিন থাকবে এবং তার সঙ্গে চুল পড়বে কিনা

Published by: ABP Ananda

বাজারে বিক্রি হওয়া হেয়ার কালার কেমিক্যাল যুক্ত, যা চুলের ক্ষতি করে অনেক সময়ই

Published by: ABP Ananda

তাই চুলের স্বাস্থ্য রক্ষা করার জন্য ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারেন কালার

Published by: ABP Ananda

একটা বাটিতে কফি ব্ল্যাক কফি তৈরি করে ঠান্ডা হলে তা মাথায় মেখে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

বেশ কয়েকটি বিট জলে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, এক ঘণ্টা ওই জল মেখে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda

হেনা পাউডারের সঙ্গে গরম জল মিশিয়ে নিতে হবে, ঠান্ডা হলে চুলে মেখে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

ক্যামোমাইল চা জলে ফুটিয়ে ঠান্ডা করতে হবে, এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

কালো ওয়ালনাটের ছাড়িয়ে জলে ফুটিয়ে নিতে হবে, ঠান্ডা হলে ব্যবহার করতে হবে, এক ঘণ্টা শ্য়াম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

কয়েকটা গাজর কেটে গরম জলে ফুটিয়ে, ওই জল মাথায় মেখে নিতে হবে, শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda

পাতিলেবু জলের সঙ্গে মিশিয়ে ওই জল চুলে ব্যবহার করা যায়, শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে শ্যাম্পু দিয়ে

Published by: ABP Ananda