খাবারের স্বাদ বাড়াতে এলাচের জুড়ি মেলা ভার

Published by: ABP Ananda

ঠিক একইভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখতে পারে এই উপাদান

Published by: ABP Ananda

এই তেল স্ক্যাল্পে মাসাজ করে রক্ত সঞ্চালন বাড়ে

Published by: ABP Ananda

তেল ব্যবহারের আগে সামান্য গরম করে ১০ থেকে ১৫ মিনিট মাসাজ করে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

কয়েক ফোঁটা এলাচ তেল শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহারে চুল গজাবে দ্রুত

Published by: ABP Ananda

সম পরিমাণ এলাচ তেল এবং নারকেল তেল মিশিয়ে মেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

অ্যালোভেরা জেল এবং এলাচের তেল দিয়ে তৈরি মাস্ক চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়

Published by: ABP Ananda

দু চামচ জেল এবং এক চামচ তেল মিশিয়ে আধ ঘণ্টা মেখে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে

Published by: ABP Ananda

সিরামের কার্যকারিতা বৃদ্ধি করতে এলাচের তেল ব্য়বহার করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda