এই খাবার খেলে হার্ট খারাপ হতে পারে, এটা খাবেন না, ওটা খাবেন না, বলে থাকেন অনেকেই

Published by: ABP Ananda
Image Source: pexels

কিন্তু কী কী খেলে হার্ট চাঙ্গা থাকবে , তা জানেন না অনেকেই।

Image Source: pexels

কম বয়সী থেকে বয়স্ক, সকলেরই জানা জরুরি, কী খেলে হার্ট ভাল থাকবে ।

Image Source: pexels

কয়েকটি নির্দিষ্ট খাবার হার্ট ভাল রাখতে সাহায্য করে।

Image Source: pexels

হার্ট ভাল রাখতে, ফল, সবজি, গোটা শস্য এবং কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার খেতে পারেন।

Image Source: pexels

আঙ্গুর, আপেল, কলা, ডালিম, চেরি এবং বেরি খেতে পারেন

Image Source: pexels

ফল ও সবজি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। কম তেল খাওয়া হার্টের স্বাস্থ্যের জন্য সবসময় ভাল।

Image Source: pexels

এছাড়াও ওটস, ব্রাউন রাইস এবং কুইনোয়ার মতো গোটা শস্য খাওয়া যেতে পারে।

Image Source: pexels

মাছ, চিকেন এবং সয়াবিন হল প্রোটিনের ভাল উৎস যা হার্টের জন্যও ভাল।

Image Source: pexels