ফ্রিজ থেকে বের করে পিৎজা না খাওয়াই ভাল

পিৎজায় থাকা চিজ় এবং অন্যান্য উপাদান ব্যাক্টেরিয়া জন্মাতে পারে এবং শক্ত হওয়ায় হজমের আশঙ্কা থাকে

ঠান্ডা অবস্থায় ভাত কখনই নয়

এতে টক্সিনের পরিমাণ থাকে প্রচুর, যার ফলে ফুড পয়জ়ন হতে পারে

যে কোনও ভাজা খাবার ঠান্ডা খাওয়া উচিত না

এতে তেল প্রচুর থাকে এবং মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায়, ফলে বদহজমের আশঙ্কা থাকে

ডিম দিয়ে কোনও খাবার ঠান্ডা অবস্থায় খাওয়া যাবে না

এতে টাটকা ভাবটা নষ্ট হয়ে যায় এবং রাবারের মতো হয় ফলে হজমে সমস্যা হয়

ফ্রিজ থেকে বের করে পাস্তাও খাওয়া যাবে না

পাস্তা ঠান্ডা অবস্থায় থাকে শক্ত, ফলে চিবানো যায় না ঠিক মতো আর তাতেই হয় পেটের সমস্যা

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।