বাড়িতে ঠোঁটের জন্য স্ক্রাব তৈরি করলে ব্যবহার করুন মধু। এই উপকরণ ঠোঁট হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত কয়েক ফোঁটা মধু ঠোঁটে লাগিয়ে রাখতে পারলে আপনার ঠোঁট আর রুক্ষ-শুষ্ক হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঠোঁটের জন্য আদর্শ স্ক্রাব হল সুগার স্ক্রাব। অর্থাৎ চিনি ব্যবহার করতে পারেন ঠোঁটের পরিচর্যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাড়িতেই চিনি গুঁড়ো করে তার মধ্যে অল্প মধু দিয়ে ভাল করে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। তফাৎ বুঝতে পারবেন অল্প দিনেই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চিনির মধ্যে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে খুব ভালভাবে স্ক্রাব করা সম্ভব। চিনি যত মিহি গুঁড়ো করতে পারবেন ততই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই মিশ্রণ ঠোঁট আর্দ্র-নরম রাখার পাশাপাশি যাবতীয় কালচে দাগছোপও দূর করতে সাহায্য করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অল্প নারকেল তেল আর সামান্য কফির গুঁড়ো মিশিয়ে স্ক্রাব হিসেবে ঠোঁটে ব্যবহার করতে পারেন শীতের মরশুমে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অলিভ অয়েলের সঙ্গে অল্প মধু মিশিয়েও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন ঠোঁটে। রুক্ষ-শুষ্ক ভাব কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওটসের গুঁড়োর সঙ্গে অল্প মধু মিশিয়ে শীতের মরশুমে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন ঠোঁটে। মোলায়েম হওয়ার পাশাপাশি উজ্জ্বলও হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এছাড়াও শীতকালে ঠোঁটের যত্নে ক্রিমের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels