দুর্গাপুজো মানেই তো প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা। আর এই সময়ে সবচেয়ে বেশি চাপ পড়ে পায়ের ওপর



দুর্গাপুজোর সময় অভ্যাসের থেকে বেশি হাঁটাহাঁটি হয়ে যায় অনেকেরই। ফলে এই সময়টা জরুরি পায়ের যত্ন নেওয়া।



দুর্গাপুজো মানেই তো নতুন জুতো, আর যার ফল পায়ে ফোস্কা।



নতুন জুতোর ফোস্কা সারাতে খুব ভাল কাজ করে অ্যালোভেরা জেল। ক্ষতস্থানে দিনে ৩ বার এই জেল লাগালে আরাম পাবেন



বেশি হাঁটার পরিকল্পনা থাকলে বেছে নিন পা ঢাকা স্নিকার্সের মতো আরামদায়ক জুতো, ক্যারি করতে পারলে পরা যায় সব পোশাকের সঙ্গেই।



পুজোয় হাঁটায় পরিকল্পনা থাকলে এড়িয়ে চলুন হাই হিল জুতো। এতে পায়ের ওপর চাপ পড়ে সবচেয়ে বেশি।



সম্ভব হলে জুতোর সঙ্গে ব্যবহার করুন মোজা, এতে ফোস্কা পরার হাত থেকে রেহাই পাবেন একেবারেই।



ফোস্কা সারাতে খুব ভাল কাজ করে নারকেল তেল। ক্ষতস্থান দ্রুত নিরাময়ে সাহায্য করে এটি



পায়ে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে কিছুক্ষণ রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলতে পারেন, এতে আরাম পাবেন।



গ্রিন-টি প্রদাহ কমাতে সাহায্য করে, ক্ষতস্থানে ব্যবহার করুন ভেজানো গ্রিন-টি ব্যাগ