হিল জুতো পরতে অনেকেই ভালবাসেন। এবার পুজোতেও নিশ্চিয় পরবেন হিল জুতো?



তবে হিল জুতো পরলে কিন্তু পায়ে ব্যথা হতে পারে। বিশেষ করে গোড়ালির অংশে যন্ত্রণা বেশি হয়।



কিন্তু পুজোয় তো একটু স্টাইল করতেই হবে। তাই ইতিমধ্যেই পোশাকের সঙ্গে ম্যাচিং হিল জুতো অনেকেরই কেনা হয়ে গিয়েছে।



হিল জুতো পরে পায়ে ব্যথা হলে বাড়ি ফিরে গরম জলে খানিক্ষণ পা ডুবিয়ে রাখুন।



গরম জলের মধ্যে পা ডুবিয়ে রাখলে ব্যথায় আরাম পাবেন।



এই গরম জলের মধ্যে নুন দিয়ে দিলে পা পরিষ্কারও হয়ে যাবে আপনার।



হিল জুতো পরলে মূলত গোড়ালিতে ব্যথা হয়। সেক্ষেত্রে গোড়ালিতে ক্রিম ম্যাসাজ করুন।



পা গরম জলে প্রথমে ডুবিয়ে রাখুন। তারপর শুকনো করে মুছে নিয়ে ক্রিম ম্যাসাজ করলে ভাল।



উপরের এইসব ছোটখাটো টোটকাতেই অনেকটা আরাম পাবেন আপনি।



পায়ে বেশি ব্যথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।