খালি পেটে খান সাদা এই জিনিস, মিলবে বাম্পার লাভ সকাল সকাল খালি পেটে রসুন চিবিয়ে খাওয়া খুবই উপকারী বলে মনে করা হয় রসুন খেলে হাই কোলেস্টেরলের সমস্যা থেকে মুক্তি মেলে এতে অ্য়ান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্য়ান্টিফাঙ্গাল গুণ থাকে এটা খেলে মেটাবলিক হারের উন্নতি হয় মানুষের এনার্জি লেভেলে উন্নতি হয় রসুন খেলে হজমেও সাহায্য হয় শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে শীতকালে শরীরকে গরম রাখতে সাহায্য করে রসুনে থাকা সালফার কম্পাউন্ড শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে