মাথার ঘন-কালো চুল পাতলা হয়ে যাচ্ছে? যতই যত্ন করুন প্রাণহীন দেখায় চুল? রসুনেই লুকিয়ে রয়েছে চুলের স্বাস্থ্যের দাওয়াই রসুন থেতো করে মধু মিশিয়ে লাগান ধুয়ে নিন ১০-১৫ মিনিট পর পেঁয়াজ-রসুন থেতো করে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট ভাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন রসুন থেঁতো করে দইয়ের সঙ্গে মিশিয়ে লাগান আধঘণ্টা রেখে ঈষৎ উষ্ণ গরম জলে মাথা ধুয়ে নিন তবে অ্যালার্জিতে, চুল কালার করা থাকলে লাগাবেন না