কেমন বন্ধু থাকা উচিত ? জানিয়েছেন গৌর গোপাল দাস কতটা গাঢ় ভালবাসা-টান-ভরসা-বিশ্বাস থাকলে বন্ধু হওয়া যায় সেই উল্লেখ করেছেন তিনি বন্ধুদের আয়না ও তার প্রতিচ্ছবির মতো হওয়া উচিত কারণ, আয়না কখনো মিথ্য়া কথা বলে না ছায়া কখনো আপনাকে একা ছাড়বে না ভাল বন্ধু আয়নার মতো হয়। কখনো আপনাকে মিথ্যা কথা বলবে না ভাল বন্ধু কখনো এই ভেবে কথা লুকাবে না যে অপরজন কী ভাববে তা সে অপ্রিয় কথাও হতে পারে। ভাল বন্ধু কখনো সঙ্গ ছাড়ে না কখনো কখনো আলোর ছটাক না থাকলে ছায়া কিছুক্ষণের জন্য ক্ষীণ থাকে যখনই আলোর ছটাক দেখা যায়, ছায়া ফিরে আসে। আর যায় না