দিনভর পুষ্টিকর খাবার খাওয়ার পরেও শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে
September 24, 2024
Published by: ABP Ananda
হতেই পারে সেই সমস্যার নেপথ্যে রয়েছে অপুষ্টি, কীভাবে বুঝবেন মিলছে না পর্যাপ্ত পুষ্টি?
September 24, 2024
Published by: ABP Ananda
মাঝে মধ্যেই ডায়রিয়া, পেটে ব্যথার মতো সমস্যা হলে বুঝতে হবে শরীরে পর্যাপ্ত পুষ্টির অভাব রয়েছে
September 24, 2024
Published by: ABP Ananda
পর্যাপ্ত পরিমাণে ভিটামিন A-র অভাব হলে অস্পষ্ট দৃষ্টি হতে পারে
September 24, 2024
Published by: ABP Ananda
শরীরে আয়রনের অভাব হলে ক্লান্ত লাগে খুব, তাতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে
September 24, 2024
Published by: ABP Ananda
শরীরে পুষ্টি উপাদানের অভাব হলে তার প্রভাব পড়ে চুলেও, অঝোরে চুল পড়তে থাকে
September 24, 2024
Published by: ABP Ananda
শরীরে ভিটামিন D-র অভাবে হাড়ের ব্যথা হয় বা বাড়তে পারে
September 24, 2024
Published by: ABP Ananda
অপুষ্টির প্রভাব পড়ে হার্টেও, হৃদস্পন্দনের মাত্রা কমে যেতে পারে
September 24, 2024
Published by: ABP Ananda
শরীরে কোনও ভিটামিন বা খনিজের অভাব হলে যে কোনও ব্যথা সারতেও অনেক সময় লাগে
September 24, 2024
Published by: ABP Ananda
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।