ঘুম থেকে উঠেই দুচোখ জুড়ে আসে? উঠতে থাকে হাইয়ের পর হাই? যখন তখন হাই ওঠা অনেককেই বড্ড বিব্রত করে। বিশেষত কর্মস্থলে। সারা রাত ঘুমিয়ে কাজে যাওয়ার পরও উঠতে থাকে বারবার হাই , কেন বলুন তো? তবে হাই ওঠা শুধু ক্লান্তির লক্ষণ নয়, হতে পারে অন্য কোনও রোগের সিগনাল ইনসমনিয়া বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা থাকলে বারবার হাই ওঠে অত্যধিক মানসিক চাপ, উদ্বেগ হতে পারে বারবার হাই ওঠার কারণ। শরীরে অক্সিজেনের জোগান কম হলে অনেক সময়েই অতিরিক্ত হাই ওঠে । কায়িক পরিশ্রমের বদলে মাথার অতিরিক্ত পরিশ্রম হলেও বারবার হাই উঠতে পারে। লিভারের সমস্যার প্রতিফলনও হতে পারে বারবার হাই ওঠা । মস্তিষ্কের নানান কোষ ক্ষতিগ্রস্ত হলে হাই ওঠার প্রবণতা তৈরি হয়।