অনেকেই পরীক্ষায় বন্ধুদের খাতা দেখে লিখে উতরে যান।



পরীক্ষায় সমস্যায় পড়ে বন্ধুদের সাহায্য নেয়নি, এমন মানুষ কম।



কেউ কেউ আবার পরীক্ষায় বন্ধুর খাতা দেখা লিখে দিব্যি উতরেও যান।



দেখে দেখে লিখে ভালো রেজাল্টও করে ফেলেন অনেকে।



কিন্তু জীবনে অনেক সমস্যার সময় আমরা অন্যদের অনুকরণ করার চেষ্টা করি।



অমুক এই করছে, তবে আমিও করি। অমুক ওই করছে তবে আমিও করি।



কিন্তু এভাবে কি পাশ করা যায়? কী বলছেন গৌর গোপাল দাস?



গৌর গোপালের মতে, জীবনের পরীক্ষায় অনুকরণ করা মানেই ডাঁহা ফেল।



কারণ স্কুল কলেজে প্রশ্নপত্র এক হয়। কিন্তু জীবন একেক জনকে একেকরকম চ্যালেঞ্জ দেয়।



তাই জীবনের প্রশ্নগুলো আলাদা। আর সেখানে অন্যকে দেখে পথ চলা মানেই ডাঁহা ফেল।