গরমে বাইকে চালাতে গিয়ে হেলমেট পরেই নাজেহাল। গাদা গাদা চুল উঠে দুশ্চিন্তা বাড়াচ্ছে ? বাইক চালাতে গেলে সুরক্ষিত থাকতে হেলমেট পরতেই হয়। সত্যিই কি হেলমেট পরার জন্য চুল ওঠে ? চুল ওঠার প্রধান কারণ জীবনযাপনে সমস্যা। হেলমেট পরার ফলে সেই সমস্যা বাড়তে পারে। পুরুষদের ক্ষেত্রে DHT-র কারণে চুল বেশি ওঠে। মহিলাদের ক্ষেত্রে থাইরয়েডের কারণে চুল ওঠে বেশি। বেশিক্ষণ হেলমেট পরলে খুশকির সমস্যা বাড়তে পারে। ঘাম ও খুশকিতে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।