ত্বকের দেখভাল করার জন্য ভরসা করতে হবে না কোনও রাসায়নিক নির্ভর ক্রিমের উপর। বাড়িতেই মিলবে উপায়।



ছোট্ট ফ্ল্যাট হলেও ঘরের কোণের বা বারান্দার টবেই হতে পারে অ্যালোভেরা। এর একাধিক গুণ রয়েছে।



এমনিতেই বিভিন্ন প্রসাধনী, ওষুধে ব্য়বহার হয় অ্যালোভেরা। অ্যালোভোরা জেল ত্বক ও চুলের জন্য অত্যন্ত ভাল।



ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট থাকে অ্যালোভেরাতে। এর যৌগ সংক্রমণকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয়।



ঘা শুকোতেই সাহায্য করে অ্যালোভেরা জেল। মলম হিসেবে ব্য়বহার করা। সানবার্ন কমাতেও উপকারী।



Dental Plaque- কমাতে ব্য়বহার করা হয়ে থাকে অ্যালোভেরা। মাউথওয়াশে ব্য়বহার করা হয়।



মাউথ আলসার বা মুখের ভিতরে ঘা হলে উপশম পেতে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখা যায়।



অ্যালোভেরা জেলে ল্যাটেক্স জাতীয় পদার্থ থাকে। চটচটে হলুদ রঙের পদার্থ পাতার নীচেই থাকে। কোষ্ঠকাঠিন্য কমায়।



বলিরেখা কমাতে সাহায্য করে অ্যালোভেরা জেলের নিয়মিত ব্য়বহার।



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি ফলো করার জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।