নানারকম নেশায় আসক্ত হয় মানুষ। আর যে কোনও নেশা থেকেই মুক্তি পাওয়া কঠিন।



তবে এমন কী নেশা আছে যা ক্ষতিকর আবার ছাড়াও কঠিন?



মোটিভেশানাল স্পিকার গৌরগোপাল দাস বলছেন, মদ্যপান, ধূমপানের থেকেও খারাপ নেশা আছে।



গৌরগোপালের মতে, এসব নেশা থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু এমন এক আসক্তি আছে, যা থেকে বেরনো কঠিন।



আর সেই আসক্তি হল , কমফর্ট জ়োন। নিজের সুবিধেজনক পরিস্থিতির প্রতি মানুষের একটা আসক্তি তৈরি হয়ে যায়।



আর সেই আসক্তি থেকে সহজে বেরোতে পারেন না মানুষ।



আসলে সাফল্যের প্রথম শর্তই হল, নিজের সুবিধে জনক পরিস্থিতি থেকে বেরিয়ে ঝুঁকি নেওয়া।



আর ঝুঁকি নিতে পারলেই সাফল্যের পথে এগনো যায়।