ক্যামেরার সামনে অস্বস্তিতে পড়েন তাবড় তারকাও হিকি নিয়ে চিন্তা বাড়ে সাধারণ মানুষেরও ঘরোয়া উপায়েই কিন্তু আড়াল করতে পারেন হিকি গরম জলে কাপড় ভিজিয়ে নিঙড়ে নিন প্রথমে এর পর হিকির উপর চেপে ধরুন, চটজলদি মিলবে রেহাই অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট শুকিয়ে গেলে মুছে নিন, দিনে দু'বার অভ্যাস করুন ফ্রিজে রাখা চামচ বা বরফের টুকরো চেপে ধরতে পারেন দিনে দু'-তিনবারেই মিলতে পারে উপকার এতে ফোলাভাবও কমে যাবে, দাগও হালকা হবে