প্রতিদিন বাইরে বেরোতে গিয়ে ত্বকের স্বাস্থ্যের দফারফা



পরিষ্কার, কোমল ত্বক সবাই চায়, যার সমাধান রয়েছে হাতের কাছেই



বাড়ির আশেপাশেই পাওয়া যায় অ্যালোভেরা, যাতে জলের পরিমাণ বেশি থাকায় ত্বক ময়শ্চারাইজ করে



গরমকালে অনেকেরই ত্বক লাল হয়ে যায় তা থেকে মুক্তি দেয় অ্যালোভেরা



রোদে বেরোলে ত্বক পুড়ে যায়, ট্যান দূর করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল



গরম কালে ত্বক তেলতেলে হলেও বাড়ে ব্রণও, যা দূর করতে পারে অ্যালোভেরা



ত্বকের দাগছোপ দূর করে অ্যালোভেরা জেল



অ্য়ালোভেরায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের অকাল বার্ধক্য দূর করে



অ্যালোভেরা স্কিন টোন উজ্জ্বল করে, হাইপারপিগমেন্টেশন দূর করে



অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বককে তেলতেলে করে না