আমন্ড অয়েলে থাকে রেটিনল, যার জন্য ত্বকে অকাল বার্ধক্যের ছাপ পড়ে না



এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন E এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে



ত্বকের অবস্থার উন্নতি ঘটায় আমন্ড অয়েল, ত্বক উজ্জ্বল হয়



ত্বকের অবস্থার উন্নতি ঘটায় আমন্ড অয়েল, ত্বক উজ্জ্বল হয়



ত্বক পরিষ্কার করতেও কার্যকরী, সপ্তাহে অন্তত একবার আমন্ড অয়েল দিয়ে মাসাজ করলে নোংরা দূর



ত্বকের একাধিক সমস্যা যেমন লাল ভাব, চুলকানি কমতে পারে এই তেলের সাহায্যে



মানসিক চাপের ছাপ পড়ে চেহারাতেও, তা নিয়ন্ত্রণে রাখতে পারে আমন্ড অয়েল



রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায় ফলে ত্বক উজ্জ্বল হয় স্মুদ হয়



তেল হলেও আমন্ড অয়েল ত্বকে তেলের ভারসাম্য বজায় রেখে ত্বক সজীব রাখে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।