গরমে নাজেহাল অবস্থা, একই পরিস্থিতি প্রিয় পোষ্যরও এই সময়ে জলের পরিমাণ বেশি রয়েছে এমন খাবার খাওয়ানো উচিত তাকে ক্যালোরি কম এবং ভিটামিন K ও C যুক্ত শসা সামগ্রিকভাবে শরীরকে ঠান্ডা রাখে তরমুজে রয়েছে ভিটামিন A, B6, C, যা এই সময়ে ত্বকের স্বাস্থ্য ভাল রাখে গাজরে আছে ফাইবার, ভিটামিন A, যা দাঁত এবং চোখের স্বাস্থ্যের জন্য প্রয়োজন রাঙা আলুতে আছে ভিটামিন A, C, যা হজমে সাহায্য করে খাওয়ানো যেতে পারে আপেল সেদ্ধ, যা সহজপাচ্য এবং পুষ্টিগুণে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ব্লুবেরি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দইয়ে আছে ক্যালসিয়াম এবং প্রোটিন যা হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।