গরমকাল মানে উৎসব আনন্দ বাদ নয়, আর তাতে সাজতেও হবে মনের মতো



তবে এই সময়ে সাজগোজের ক্ষেত্রে মানতে হবে কিছু বিশেষ নিয়ম



ত্বকের প্রস্তুতি প্রথমে প্রয়োজন এক্ষেত্রে, ভাল করে মুখ পরিষ্কার করতে কিছু মাখার আগে



মুখ ধোওয়ার পর সানস্ক্রিন বা হালকা ময়শ্চারাইজার মাখতে হবে, তারপর ব্যবহার করতে হবে প্রাইমার



মেকআপের বেস হতে হবে হালকা, ব্যবহার করতে হবে ওয়াটার বেসড ফাউন্ডেশন



এই সময়ে যাই ব্যবহার করুন না অবশ্যই যেন তা ওয়াটার প্রুফ হয়



প্রচন্ড ঘামে আইলাইনার, কাজল, আই শ্যাডো নষ্ট হয়ে যেতে পারে, তাই ওয়াটার প্রুফ হওয়া প্রয়োজন



মেক আপ শেষে অবশ্যই তা সেট করতে পাউডার দিয়ে



তবে এই পাউডার যেন হালকা হয়, যেসব জায়গায় ঘাম বেশি হয় সেই সব জায়গায় পাউডার দিয়ে সেট করতে হবে



মুখ থেকে তেল বেরোলে বা ঘাম হলে হালকা করে ব্যবহার করতে হবে ব্লটিং পেপার