রঙের উৎসবে জমিয়ে আনন্দ তো শেষ হয়েছে, এবার ফেরার পালা স্বাভাবিক জীবনে, ঠিক তেমনভাবেই স্বাভাবিক অবস্থায় আনতে হবে ত্বককে



বিভিন্ন কেমিক্যালের জেরে ত্বক রুক্ষ হয়েছে ইতিমধ্যেই তাই ব্যবহার করতে হবে হালকা কোনও ক্লিনজ়ার



এই সময় ত্বকে ময়শ্চারাইজারের পরিমাণ কমে আসে, তাই নিয়মিত ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার



কোনওরকম কেমিক্যাল রয়েছে এমন স্কিন প্রোডাক্ট ব্যবহরা করা যাবে না



অ্যালোভেরা বা শসার মতো উপাদান রয়েছে এমন ফেস মাস্ক ব্যবহার করতে হবে



ঘরে হোক বা বাইরে ব্যবহার সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে ব্যবহার করতে হলে সানস্ক্রিন



শরীর থেকে টক্সিন বের করতে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে, যাতে ত্বক সজীব থাকে



আপাতত কয়েকদিন মেকআপ থেকে ত্বককে দূরে রাখাই ভাল



সবজি এবং ফল রাখতে হবে পাতে, যাতে ভেতর থেকে ত্বক সুস্থ হয়



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন