মুখে ঘি লাগালে নানা উপকার পাওয়া যায় ঘি খাওয়ার উপকার তো সবাই জানেন কিন্তু, জানেন কি এর ব্যবহার ত্বকের জন্যও খুব উপকারী ? মুখে ঘি লাগালে তার ত্বক হাইড্রেট থাকে এবং ত্বক পুষ্টিও পায় ঘি-তে আছে ভিটামিন এ, ডি, ই ও কে । এতে প্রদাহ-রোধী উপাদানও থাকে এর ব্যবহারে মুখের ঔজ্জ্বল্য বাড়ে এবং ত্বক কুঁচকে যাওয়ার মতো সমস্যা কাটে মুখে ঘি লাগালে ড্রাই স্কিনের সমস্যা দূর হয়ে যায় এতে ত্বকের অ্যান্টি-এজিং গুণও পাওয়া যায় চোখের নীচে ঘি লাগালে ডার্ক সার্কেলের সমস্যা কেটে যায় এ ব্যাপারে প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। তাঁর পরামর্শ নিন