এই রোগ হলে কখনো ঢেঁড়শ খাওয়া উচিত নয় কমবেশি অনেক মানুষই এই সবজি খেতে পছন্দ করে কিন্তু, আপনি কি জানেন কিছু রোগের জন্য কখনো ঢেঁড়শ খাওয়া উচিত নয় আপনার পাথর থাকলে কখনো এই সবজি খাওয়া উচিত নয় কারণ, ঢেঁড়শে অক্সালেটের মাত্রা বেশি থাকে যা কিডনিতে স্টোনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অক্সালেট এক ধরনের কার্বনিক মূলক যা কিছু খাবারে পাওয়া যায় যা কিডনিতে ক্যালসিয়ামের সঙ্গে মিশে পাথর তৈরি করতে পারে এর পাশাপাশি কিডনিতে স্টোনের সমস্যা থাকলে গাজর, আলু, পালং ও বিট খাওয়া ত্যাগ করা উচিত