কিডনি ভাল রাখতে চাইলে খেতে পারেন বিভিন্ন রঙের বেল পেপার। হলুদ এবং লাল রঙের ক্যাপসিকাম খেতেও বেশ সুস্বাদু।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বেল পেপারে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। পটাশিয়ামের পরিমাণ কম। রান্নায় বেল পেপার দিলে আলাদা রকমের স্বাদ হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রসুন খেলে ভাল থাকবে কিডনির স্বাস্থ্য। কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে খালি পেটে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ যা কিডনির স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। রান্নায় রসুন ব্যবহার করেও খেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অলিভ অয়েল দিয়ে রান্না করলে সেই খাবার অত্যন্ত স্বাস্থ্যকর হয় এবং এই জাতীয় খাবার ভাল রাখে আপনার কিডনির স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ এবং মোনোস্যাচুরেটেড ফ্যাট। এইসব উপকরণ ভাল রাখে কিডনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিডনির স্বাস্থ্য ভাল থাকবে নিয়মিত বেদানা খেতে পারলে। এই ফলের রয়েছে আরও অনেক গুণ। বাড়ায় হিমোগ্লোবিনের মাত্রাও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফাইবার, ফোলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন কে, ই, বি৬ এবং পটাশিয়াম রয়েছে বেদানায়। এইসব উপকরণ খেয়াল রাখে কিডনির।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের মরশুমের জনপ্রিয় সবজি হল ফুলকপি। আজকাল অবশ্য বছরের অন্য সময়েও পাওয়া যায় বাজারে। ফুলকপি খেলে ভাল থাকে কিডনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট ছাড়াও ফুলকপিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি। এগুলি ভাল রাখে কিডনির স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels