মাছ ছাড়া চলে না ভোজনরসিক বাঙালির। মাছ খেতে গিয়ে কাঁটা আটকে যাওয়া নতুন নয়। গলায় আচমকা কাঁটা বিঁধলে দিশেহারা লাগে। ঘরোয়া পদ্ধতিতে কি সমস্যার সমাধান আছে ? শুকনো ভাত মুঠোয় ভরে গিলে খেতে হবে। পাকা কলা অল্প চিবিয়ে খেলেও সমাধান মেলে। লেবুতে নুন দিয়েও খেলে সমস্যা দূর হবে। অলিভ অয়েলেও কাঁটা সরতে পারে। কাঁটা গলা থেকে সরাতে মার্শমেলো খেতে পারেন। তবে সমাধান না মিললে চিকিৎসকের কাছ যান।