কাদের জন্য 'ঘি' বিষের সমান ?

Published by: ABP Ananda
Image Source: ABP Live

ঘি অনেকেই খেতে পছন্দ করেন।

Image Source: ABP Live

কিন্তু কোলেস্টেরল থাকলে ঘি মাখন থেকে দূরত্ব বজায় রাখতে হয়।

Image Source: ABP Live

স্বাস্থ্যের জন্য ভাল উপকার দেয় ঘি।

Image Source: ABP Live

কিন্তু কিছু কিছু ব্যক্তির পক্ষে ঘি বিষের সমান।

Image Source: ABP Live

ঘি-তে প্রচুর ফ্যাটি অ্যাসিড থাকে, ফলে লিভারের রোগীদের জন্য উপাদেয় নয়।

Image Source: ABP Live

হজমশক্তিকে খানিক দুর্বল করে দিতে পারে ঘি।

Image Source: ABP Live

এতে ক্যালরি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য ঘি বিষের সমান।

Image Source: ABP Live

যাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, ঘি থেকে দূরে থাকবেন।

Image Source: ABP Live

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: ABP Live