গুলঞ্চ শুধু রোগ সারানোর জন্য নয়। আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ যাতে তার সম্পূর্ণ শক্তি নিয়ে কাজ করে তা নিশ্চিত করে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
গুলঞ্চ লতার রস নিয়মিত খেলে শরীরের ওজন কমাতে সাহায্য করে। খাদ্য পরিপাকও সহজে হয়।(ছবি সৌজন্য-পিক্সাবে)
(ছবি সৌজন্য-পিক্সাবে)
ডেঙ্গু সহ যে কোনও ধরনের জ্বর সারানোর ক্ষেত্রে অত্যন্ত উপকারী এই গুলঞ্চ লতা।(ছবি সৌজন্য-পিক্সাবে)
ডায়াবেটিস ও সুগারের রোগীদের ক্ষেত্রেও কাজে আসে গুলঞ্চ। এটি ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।(ছবি সৌজন্য-পিক্সাবে)
শ্বাসকষ্ট, দীর্ঘদিনের কাশি ও হাঁপানির উপসর্গ কমাতেও ব্যবহার করা হয় গুলঞ্চ।(ছবি সৌজন্য-পিক্সাবে)
গুলঞ্চ নারীদের শারীরিক সমস্যা মেটাতেও কার্যকরী ভূমিকা পালন করে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
গুলঞ্চ পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশিব বীর্যধারণ ক্ষমতা বৃদ্ধি করে। গুলঞ্চ থাকা অ্যান্টি অক্সিডেন্ট হাড়ের ক্ষয় রোধ করতে সক্ষম।(ছবি সৌজন্য-পিক্সাবে)
করোনার সময় এই মহামারির হাত থেকে বাঁচতে অনেকেই গুলঞ্চের রস পান করেছিলেন। যা কার্যকরীও হয়েছিল।(ছবি সৌজন্য-পিক্সাবে)
ডিসক্লেমার : এইব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এ সম্পর্কিতনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-পিক্সাবে)