মোমো, ডিমসাম, ডাম্পলিং এবং পটস্টিকার সবই বিভিন্ন ধরনের আসলে ডাম্পলিং। তবে এদের উৎপত্তি, মোড়ানোর ধরন, রান্নার উপকরণ ও পদ্ধতিতে পার্থক্য রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ট্রিট ফুড হিসেবে ভারতে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মোমো, ডিমসাম, ডাম্পলিং এবং পটস্টিকার- এইসব খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন জেনে নেওয়া যাক মোমো, ডিমসাম, ডাম্পলিং এবং পটস্টিকার- এই চার খাবারের মধ্যে কী কী পার্থক্য রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মোমো জনপ্রিয় নেপাল, তিব্বত এবং ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে। পটস্টিকার আবার উত্তর চিনের জনপ্রিয় খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমসাম ক্যান্টোনিজ কুইজ্যিনের অন্তর্ভুক্ত। আর ডাম্পলিং বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। কোরিয়ান খাবারেও থাকে ডাম্পলিং।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মোমো হয় গোলাকার নয় অর্ধচন্দ্রাকার আকৃতির হয়। ঝাল চাটনি এবং স্যুপ সহযোগে পরিবেশ করা হয় মোমো। মূলত ময়দা দিয়ে তৈরি হয় মোমো।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিমসামের আকৃতি অনেক। সেই অনুসারেই হয় নামকরণ। স্টার্চ বা ময়দা দিয়ে তৈরি হয়ে ডিমসাম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডাম্পলিং আর মোমোর আকৃতি অনেকটা একই ধরনের। একটু চিবিয়ে খেতে হয় এই খাবার। তৈরি হয় মূলত ময়দা দিয়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পটস্টিকার হল প্যান-ফ্রায়েড ডাম্পলিং যার নীচের অংশ মুচমুচে আর উপরের অংশ নরম তুলতুলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই সমস্ত ধরনের খাবারের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর হল স্টিম বা সেদ্ধ মোমো। স্টিম ডিমসাম এবং ডাম্পলিংও পাওয়া যায়। তবে সেখানে তেলের পরিমাণ বেশি।

Published by: ABP Ananda
Image Source: Pexels