শরীর সতেজ রাখতে ঘুম থেকে উঠেই পান করুন এক গ্লাস জল

Published by: ABP Ananda

স্ট্রেচিং, যোগাসনের মতো হালকা শরীরচর্চা করতে হবে

Published by: ABP Ananda

কিডনির প্রয়োজনীয় খাবার যেমন বেরি, সবুজ শাক সবজি, অলিভ ওয়েল প্রদাহ কমাতে পারে

Published by: ABP Ananda

জলখাবারে এমন খাবার রাখতে হবে যাতে পুষ্টি উপাদানের ভারসাম্য থাকে

Published by: ABP Ananda

কিডনিকে ডিটক্সিফাই করতে হবে, তাই এমন হার্বাল টি পান করতে হবে সকালে

Published by: ABP Ananda

লো গ্লাইসেমিক ব্রেকফাস্ট করতে হবে, কারণ ডায়বেটিক হলে তা কিডনিতে প্রভাব পড়ে

Published by: ABP Ananda

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যোগাসন করতে হবে, তাতে কিডনিও থাকবে সুস্থ

Published by: ABP Ananda

সকাল সকাল ক্যাফেইন খাওয়া নিয়ন্ত্রণে রাখতে হবে, এতে শরীর ডিহাইড্রেট হয়ে যায়

Published by: ABP Ananda

স্ট্রেস কমাতে গভীর প্রশ্বাসের ব্যায়াম করতে হবে সকালেই, যা কিডনির জন্য প্রয়োজন

Published by: ABP Ananda

শরীরে তরল ধরে রাখার জন্য সকালেই উচ্চ সোডিয়াম যুক্ত উপাদান যেমন নুন বেশি না খাওয়াই ভাল

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda