আদা জলে রয়েছে হজম করার গুণ, এতে খাবার সহজে ভাঙতে পারে এবং বদহজমের আশঙ্কা কমে

Published by: ABP Ananda

বমি বমি ভাব কমাতে পারে আদা, তাই নিয়মিত পানে এই ধরনের সমস্যা কমে যেতে পারে

Published by: ABP Ananda

আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, নিয়মিত পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে সর্দি-কাশির আশঙ্কাও কমে

Published by: ABP Ananda

ক্যালোরি কমানোর উপাদান রয়েছে আদায়, তাই ওজন ঝরানোর জন্য কার্যকরী পানীয় হতে পারে আদা

Published by: ABP Ananda

আর্থারাইটিস, জয়েন্টের ব্যথার সমস্যা থাকলে আদা জল সাময়িক স্বস্তি দিতে পারে, কারণ এতে আছে প্রদাহ বিরোধী উপাদান

Published by: ABP Ananda

শরীরকে ভেতর থেকে গরম রাখতে পারে আদা, তাই রক্ত সঞ্চালনে সাহায্য করে

Published by: ABP Ananda

শরীরকে ডিটক্সিফাই করে টক্সিন মুক্ত করে আদা জল, ফলে পেট ফাঁপা, অস্বস্তি দূর করে এবং এনার্জি বাড়ায়

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আদায়, যা ত্বক সতেজ এবং সজীব রাখতে পারে, এতে অক্সিডেটিভ স্ট্রেস কমে

Published by: ABP Ananda

প্রদাহ বিরোধী উপাদান থাকায় ব্যথা কমাতে পারে পাশাপাশি ডায়বেটিকদের জন্যও প্রয়োজনীয় আদা জল

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda