অ্যালোভেরা ত্বকের যত্নের জন্য সবসময়েই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। ত্বকের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে আলোভেরা জেল।
মূলত ত্বকে আর্দ্রভাব বজায় রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কাজে লাগে অ্যালোভেরা। বাড়িতে গাছ থাকলে সেখান থেকেই পাবেন অ্যালোভেরা জেল।
মধু এমন একটি উপকরণ যা আমাদের ত্বকের ময়শ্চারাইজড ভাব বজায় রাখে। অর্থাৎ রুক্ষ, শুষ্ক ত্বকের ক্ষেত্রে এই সমস্যা দূর করে আর্দ্রতা ফিরিয়ে আনতে কাজে লাগে মধু।
মধুর মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যাকে বলে ব্লিচিং প্রপার্টি। এর সাহায্যে ত্বকের পিগমেন্টেশনের সমস্যা দূর হয়। কালচে দাগছোপ থাকলে তা কম যায়। ফলে ত্বক দেখতে উজ্জ্বল লাগে।
হলুদের সাহায্যেও ত্বকের পরিচর্যা করা সম্ভব। বিশেষ করে বাড়িতে ফেসপ্যাক কিংবা ফেস-স্ক্রাব তৈরি করলে অবশ্যই তার মধ্যে মিশিয়ে নিন হলুদ গুঁড়ো।
হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা ত্বকের উজ্জ্বলভাব বজায় রাখতে এবং ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়াও আর্দ্র রাখে ত্বক।
লেবুর রস দিয়ে ত্বকের পরিচর্যা করলেও বজায় থাকবে উজ্জ্বল ভাব। লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে।
লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের কালচে দাগছোপ দূর করে। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস যা তৈরি করে কোলাজেন নামের প্রোটিন। এই উপকরণ সার্বিক ভাবে ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে।
ত্বকের পরিচর্যায় আপনি সারাবছর ব্যবহার করতে পারেন গোলাপজল। এই উপকরণ ফেস টোনার এবং ফেস ক্লেনজার হিসেবেও ব্যবহার করা যায়।
ত্বকের আর্দ্রভাব বজায় রাখার পাশাপাশি ত্বকের যেকোনও কালচে দাগছোপ দূর করতে সাহায্য করে গোলাপজল। বজায় রাখে ত্বকের উজ্জ্বলভাবও।