হিন্দু ধর্মে তুলসী গাছ ও তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে শুভ বলে মনে করে না অনেকেই।



বাড়িতে তুলসী গাছ এনে মনে গেলে মন খুঁতখুঁত করে। তাই তুলসী পুঁতে ফেললেই হবে না।



তাকে রোজই প্রায় যত্নে রাখার কথা ভাবতে হবে। রোজই তুলসী গাছে জল দিতে হবে, তবে অতিরিক্ত নয় ।



শীতকালে বা গ্রীষ্মকালে অনেক সময়ই তুলসী গাছ শুকিয়ে যায়। বৈশাখ আর জৈষ্ঠ্য মাসে তুলসি গাছের প্রতি বিশেষ নজর দিতে।



গ্রীষ্মে রোজ নিয়ম করে দুবেলা জল দিতেই হবে, যাতে মাটি ভেজা থাকে।



অন্যান্য গাছের মতো তুলসি গাছের পাতাও মাঝে মধ্যে ছেঁটে ফেলতে হবে। শুকনো পাতা রাখবেন না।



যাঁরা গাছ করেন, তাঁদের পরামর্শ , ৭০ শতাংশ মাটি এবং ৩০ শতাংশ বালি ব্যবহার করতে হবে।



তুলসী গাছে এক লিটার জল ও ১ চামচ ইপসম সল্ট মেশানো জল মিশিয়ে গাছের গোড়ায় দিন।