রোজই মাথা ব্যথা করে। অনেকে ভাবেন রোজকার কাজের চাপের জন্য এটা হচ্ছে। আবার কারও কারও মাইগ্রেনের ব্যথা বেশ ভোগায়। কিন্তু দাঁতের কারণেও এই সমস্যা হতে পারে। বিশেষত দাঁতের মধ্যে ক্যাভিটি থাকলে মাথার যন্ত্রণা হতে পারে। দাঁতে ফাটল দেখা গেলে এই সমস্যা হতে পারে। কোনও দাঁতের গোড়া দুর্বল হয়ে গেলে এই ব্যথা পৌঁছে যেতে পারে মাথায়। অনেকসময় মাথা ব্যথা দাঁতের সমস্যার বড় লক্ষণ। যে সমস্যা খালি চোখে দেখা যায় না। দাঁত থেকে মাথায় ব্যথা হওয়ার কারণ স্নায়ুতন্ত্রের একটি বড় স্নায়ু। ট্রাইজেমিনাল নার্ভ হল সেই নার্ভ। যা দাঁতের ব্যথাকে মাথায় পৌঁছে দেয়। তাই রোজ রোজ এই ব্যথা হলে একবার দাঁতের ডাক্তারও দেখিয়ে নেওয়া ভাল।