ঘুমানোর আগে কিছু অভ্যাসের কারণে সারাদিন নানারকম সমস্যা হয়

Published by: ABP Ananda

তাই সহজ পরিবর্তন করতে পারলেই ঘুম হবে দারুণ, শরীরও থাকবে সুস্থ

Published by: ABP Ananda

প্রতিদিন ঘুমানোর আগে কী কী করতেই হবে?

Published by: ABP Ananda

ঘুমের সময় নির্দিষ্ট করতে হবে, তাই বডি ক্লক ঠিক থাকে এবং সহজেই ঘুম এসে যায়

Published by: ABP Ananda

ঘুমানোর আগে বই পড়তে পারেন, গরম জলে স্নান, কোনও বিষয় নিয়ে লিখতে পারেন

Published by: ABP Ananda

ক্যাফেইন সমৃদ্ধ এবং ভারী খাবার ঘুমানোর আগে খাওয়া যাবে না তাতে বদহজম হতে পারে

Published by: ABP Ananda

ঘুমানোর নির্দিষ্ট সময়ের আগেই ঘরের আলো নিভিয়ে দিতে হবে, দূরে রাখতে হবে মোবাইল এবং ল্যাপটপও

Published by: ABP Ananda

ঘুমানোর কিছুক্ষণ আগে করা যেতে পারে যোগাসন, তাতে মন শান্ত হবে এবং ঘুম তাড়াতাড়ি আসবে

Published by: ABP Ananda

ঘুমানোর আগে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে ঘরের তাপমাত্রা, পরিবেশ সুন্দর হলে ঘুমও হবে ভাল

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda