পিঁয়াজকলির মত পিঁয়াজ পাতারও অনেক গুণ রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Freepik

এই শীতের মরশুমে বাজারে দেখা মেলে এই সবজির।

Image Source: Freepik

একে অনেকে সাদা বা সবুজ পিঁয়াজও বলেন।

Image Source: Freepik

এতে ভরপুর মাত্রায় থাকে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট।

Image Source: Freepik

এটি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে কাজে লাগে।

Image Source: Freepik

জ্বর-সংক্রমণ থেকে বাঁচায় পিঁয়াজ পাতা।

Image Source: Freepik

এর প্রোবায়োটিক পেটের পক্ষেও ভাল।

Image Source: Freepik

এমনকী পিঁয়াজ পাতায় থাকে ফাইবার, যা পেটের জন্য ভাল।

Image Source: Freepik

ক্যারোটিনয়েড থাকে এই পাতায়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik