পেয়ারায় আছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যা দূর করে

Published by: ABP Ananda

পেয়ারাতে উপস্থিত ভিটামিন C, ঠান্ডা লাগার আশঙ্কা দূর করে এবং ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াইয়ে সাহায্য করে

Published by: ABP Ananda

পেয়ারার পলিফেনল কার্বোহাইড্রেট শোষণ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে

Published by: ABP Ananda

যেসব পেয়ারার ভেতরটা গোলাপি আভাযুক্ত হয় সেই সব পেয়ারা

Published by: ABP Ananda

এই ফলে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম, তাই স্ন্যাকস, ডেসার্ট হিসেবে খাওয়া যেতে পারে

Published by: ABP Ananda

ঋতুস্রাবকালীন পেট ব্যথা নিরাময়ে সহায়ক পেয়ারা

Published by: ABP Ananda

পেয়ারা অ্যানিমিয়া দূর করতেও কার্যকরী ভূমিকা পালন করে

Published by: ABP Ananda

পেয়ারা পাতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, পাশাপাশি খুসকি কমিয়ে চুলের গুণগত মান উন্নত করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda