ফল খাওয়া সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। খিদে পেলে হাল্কা খাবার হিসেবে অল্প করে ফল খেতে পারেন। এই তালিকায় রাখতে পারেন কয়েক টুকরো আপেল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপেলের পাশাপাশি খেতে পারেন কল। স্বাদের জন্য আপেল কিংবা কলার টুকরোর সঙ্গে অল্প পিনাট বাটার মিশিয়ে নিতে পারেন। খেতে ভাল লাগবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডার্ক চকোলেটে ক্যালোরির পরিমাণ কম। তাই ওজন বেড়ে যাওয়ার ভয় নেই। হেলদি মাঞ্চিং স্ন্যাক্স হিসেবে এই ডার্ক চকোলেট খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডার্ক চকোলেট আপনার মন-মেজাজ ভাল রাখবে। তাছাড়া ক্রেভিংস হলে সেটাও মেটাবে সহজে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হেলদি মাচিং স্ন্যাক্স হিসেবে অল্প পরিমাণে গ্রিক ইয়োগার্ট খেতে পারেন। মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছে হলে এই খাবার আপনার ক্রেভিং মেটাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রোবায়োটিকসে ভরপুর গ্রিক ইয়োগার্ট আমাদের হজমশক্তির দিকে খেয়াল রাখে। অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের বাদাম ও বীজ খেতে পারেন হেলদি স্ন্যাক্স হিসেবে। হাল্কা ভাবে পেট ভরানোর জন্য এইসব বাদাম ও বীজ উপকারি খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড, কাজু, পেস্তা- এগুলি খেতে পারেন হেলদি স্ন্যাক্স হিসেবে যা দিনের যেকোনও সময়ে আপনার ক্রেভিংস মেটাতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হেলদি স্ন্যাক্সের তালিকায় মাখানার জুড়ি মেলা ভার। খেতেও বেশ সুস্বাদু এই মাখানা।

Published by: ABP Ananda

খাইখাই ভাব বা খিদে মেটায় মাখানা। এই খাবার আমাদের হজমশক্তির খেয়াল রাখে। এই খাবার নিজেও সহজপাচ্য।

Published by: ABP Ananda