নাভিতে তেল লাগিয়ে স্নানের অভ্যাস ? কোন তেল লাগানো নিরাপদ ?

Published by: ABP Ananda
Image Source: freepik

নাভিতে তেল দেওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়। অনেকেরই এই অভ্যাস রয়েছে।

Image Source: freepik

নাভিতে তেল দেওয়াকে নেভাল থেরাপি বা নাভি চিকিৎসাও বলা হয়।

Image Source: freepik

আয়ুর্বেদ অনুসারে নাভিতে তেল দিলে স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা দূর হতে পারে।

Image Source: freepik

শরীরে হওয়া বিভিন্ন সমস্যার কারণে আপনি নাভিতে নানা ধরনের তেল লাগাতে পারেন।

Image Source: freepik

যদি আপনার মুখে ব্রণ, অ্যাকনে বা সাদা দাগের সমস্যা থাকে তবে আপনি নাভিতে নিম তেল লাগাতে পারেন, এটি করলে মুখের ব্রণ এবং সাদা দাগ সেরে যেতে শুরু করে।

Image Source: freepik

এবং যাদের ঠোঁট খুব ফাটে বা গোড়ালি খুব ফাটে তাদের নাভিতে নারকেল তেল লাগানো উচিত।

Image Source: freepik

যদি পিরিয়ডস এর সমস্যা থাকে তবে নাভিতে ক্যাস্টর অয়েল লাগানো উচিত।

Image Source: freepik

এছাড়াও পেট ব্যথার লোকেদের নাভিতে সরিষার তেল লাগানো উচিত।

Image Source: freepik

শরীর ও ত্বককে উজ্জ্বল করতে নাভিতে বাদাম তেল লাগানো উচিত।

Image Source: freepik