পরিবর্তনই স্বাভাবিক নিয়ম, বয়সের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণও বদলে যায়
February 9, 2025
Published by: ABP Ananda
পরিস্থিতি যেমনই হোক না কেন তা মেনে নেওয়ার মতো মানসিকতা রাখতে হবে দুজনকেই
February 9, 2025
Published by: ABP Ananda
সম্পর্কের প্রতিটি পর্যায়ে বজায় রাখতে হবে আকর্ষণ, একে অন্যের চাহিদা সম্পর্কেও যথেষ্ট সজাগ থাকা প্রয়োজন
February 9, 2025
Published by: ABP Ananda
দুজনের একই হবি বা পছন্দের কাজ একসঙ্গে করতে হবে
February 9, 2025
Published by: ABP Ananda
এই পদ্ধতিতে সংশ্লিষ্ট বিষয়ে একে অন্যের মতামতের ভিত্তিতে ইতিবাচক ফল মিলতে পারে
February 9, 2025
Published by: ABP Ananda
শুধু একই পছন্দের বিষয় নয়, একে অন্যের লক্ষ্যেও সমানভাবে পাশে থাকতে হবে, সঙ্গীর কাজে সহযোগিতা করতে হবে
February 9, 2025
Published by: ABP Ananda
একসঙ্গে থাকলে ঝগড়া হবেই, কিন্তু মতবিরোধ মানেই শত্রুতা নয়, সেই সময়ও সঙ্গীর প্রতি সম্মান বজায় রাখতে হবে
February 9, 2025
Published by: ABP Ananda
জীবনে চলার পথে সমস্যা আসবেই, যে কোনও কঠিন পরিস্থিতিতে সমাধান সূত্র বের করার মানসিকতা রাখতে হবে
February 9, 2025
Published by: ABP Ananda
সম্পর্ক দুজনের, প্রতিদিনের ব্যস্ততা কাটিয়ে একে অন্যকে সময় দিতে হবে, যে কোন অবস্থায় করতে হবে কমিউনিকেট
February 9, 2025
Published by: ABP Ananda
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।