অনেকেই সকালে উঠে চা-বিস্কুট খেতে পছন্দ করেন

Published by: ABP Ananda

এমনকী অনেক বাচ্চাও দুধ চায়ের সঙ্গে বিস্কুট খেতে পছন্দ করেন

কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। জেনে নিন কী ক্ষতি হতে পারে

Published by: ABP Ananda

চায়ে থাকা ক্যাফিন ও বিস্কুটের সুগারের জেরে স্থূলতা আসতে পারে

বিস্কুটে প্রক্রিয়াজাত সুগারের পাশাপাশি আটা ও স্যাচুরেটেড ফ্যাট থাকে

Published by: ABP Ananda

এই উপাদান অ্যাসিডিটি বাড়ানোর কাজ করে

তাই সকালে খালি পেটে চা-বিস্কুট খাওয়া থেকে সাবধান

Published by: ABP Ananda

তাছাড়া বিস্কুট হাল্কা করার জন্য সোডিয়াম ব্যবহার করা হয়

বেশি মাত্রায় সোডিয়াম থাকলে উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন ও স্ট্রোকের মতো সমস্যা হতে পারে

Published by: ABP Ananda

এছাড়া আরও এমন কিছু উপাদান থাকে যা মেটাবলিজমকে প্রভাবিত করতে পারে