ত্বকের পরিচর্যায় কাজে লাগে তিসি- র বীজ বা ফ্ল্যাক্সসিড। তিসির বীজে রয়েছে অনেক পুষ্টি উপকরণ। তার মধ্যে একটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তিসির বীজ আমাদের ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। তিসির বীজ আমাদের ত্বকের উজ্জ্বল ভাব বা জেল্লা বজায় রাখতেও সাহায্য করে। বাড়িতে ফেস মাস্ক তৈরি করার ক্ষেত্রে তিসির বীজ ব্যবহার করতে পারেন। তিসির বীজের সঙ্গে আর কী কী মিশিয়ে বাড়িতে সহজে ফেস মাস্ক তৈরি করতে পারেন জেনে নেওয়া যাক। তিসির বীজের সঙ্গে অ্যাভোকাডো পেস্ট মিশিয়ে তৈরি করা যায় ফেস মাস্ক। ওটমিলের সঙ্গে তিসির বীজ মিশিয়ে আপনি তৈরি করে নিতে পারেন ফেস মাস্ক। মধু এবং তিসির বীজ মিশিয়েও ত্বকের জন্য উপকারি একটি দুর্দান্ত ফেস মাস্ক তৈরি করা যায়। এছাড়াও তিসির বীজের সঙ্গে গ্রিন টি এবং গোলাপ জল মিশিয়েও তৈরি করে নেওয়া যাক ফেস মাস্ক।