শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার ব্যবহার করা উচিত। তাহলে চুল থাকবে মোলায়েম। চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতেও সাহায্য করে কন্ডিশনার। চুলের আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে। তবে শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে পরিমাণের দিকেও খেয়াল রাখতে হবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার সবসময় চুলের লম্বা অংশে ব্যবহার করুন। তালুতে ব্যবহার না করায় শ্রেয় চুলের স্বাস্থ্যের পক্ষে। শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগালে তা ভালভাবে ধুয়ে ফেলা দরকার। চুলে কন্ডিশনার থেকে গেলে বাড়বে বিপদ। চুলে দিনের পর দিন অতিরিক্ত পরিমাণে কন্ডিশনার ব্যবহার করা হলে চুল ভঙ্গুর প্রকৃতির হয়ে যায়। মাঝখান থেকে ভেঙে যায়। দুর্বল হয় চুলের গোড়া। চুলে অতিরিক্ত কন্ডিশনার লাগালে কিংবা চুলে কন্ডিশনার থেকে গেলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। যে কন্ডিশনারের ব্যবহার চুল মোলায়েম করে, তার অতিরিক্ত ব্যবহার চুল রুক্ষা করে দিতে পারে। তাই সতর্ক থাকুন। চুলে অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করা হলে চুল চিটচিটে হয়ে যায়। তার ফলে সহজে ময়লা জমে যেতে পারে। অতএব চুলে কন্ডিশনার ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকুন। নিয়ম মেনে এবং সঠিক পরিমাণে কন্ডিশনার ব্যবহার করুন চুলে।