চুলের যত্ন সারাবছরই করতে হবে। নাহলে চুলের স্বাস্থ্য ভাল থাকবে না। শুধু চুলের লম্বা অংশে যত্ন করলেই হবে না। পরিচর্যা করতে হবে মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পেরও। চুলের পরিচর্যার ক্ষেত্রে সবার আগে মাথায় রাখতে হবে যে চুল পরিষ্কার রাখা ভীষণভাবে জরুরি। সামনেই আসছে শীতের মরশুম। চুল রুক্ষ হবে এই মরশুমে। বাড়বে চুল পড়ার সমস্যা। কীভাবে যত্ন নেবেন দেখে নিন একনজরে। নিয়মিত স্ক্যাল্পে তেল ম্যাসাজ করতে হবে। এর ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভাবে ভালভাবে সম্পন্ন হবে। রুক্ষ ভাবও কমবে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালভাবে সম্পন্ন হলে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হবে। তার ফলে নতুন চুল গজাবে। স্ক্যাল্পে ম্যাসাজ করার সময় নারকেল তেল হাল্কা গরম করে তার সঙ্গে রোজ মেরি এসেনসিয়াল অয়েল মিশিয়ে নিতে পারলে ভাল। শীতে অনেকেই স্নান করার ব্যাপারে অনীহা দেখান। চুল নিয়মিত পরিষ্কার করতে হবে। নাহলে বাড়বে চুল পড়ার সমস্যা। শীতের রুক্ষ আবহাওয়ায় দূষণ বেশি হয়। ফলে চুলে বেশি পরিমাণে নোংরা জমে যায়। এই ময়লা পরিষ্কার করা জরুরি। চুল ভালভাবে যাতে শুকোয় সেদিকে নজর দেবেন। বাইরে বেরোলে পারলে চুল বেঁধে রাখুন। দূষণ থেকে বাঁচতে চুল নরম কাপড় দিয়ে ঢেকেও রাখতে পারেন।