খুশকির সমস্যা যাঁদের চুলে প্রবলভাবে দেখা য্যা, তাঁরা ব্যবহার করতে পারেন একটি বিশেষ ফলের রস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খুশকির সমস্যা কমাতে সাহায্য করবে আমলকির রস। আমলকি বেটে বা সেদ্ধ করেও ব্যবহার করতে পারেন চুলে ও স্ক্যাল্পে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু খুশকির সমস্যা কমাতে নয়, নতুন চুল গজাতে, চুলের জেল্লা বজায় রাখতেও সাহায্য করে আমলকির রস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত আমলকির রস ব্যবহার করতে পারলে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়ার সমস্যা কমবে, নতুন চুলও গজাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই এই ফলের রস চুলে মাখলে সঠিক মাত্রায় পুষ্টি হবে চুলে ও স্ক্যাল্পে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এবার জেনে নেওয়া যাক আমলকি কীভাবে ব্যবহার করলে সহজে দূর হবে খুশকির সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্নানের আগে মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে আমলকির রস তুলোয় করে লাগিয়ে নিন। স্নানের সময় চুলে ধুয়ে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু তালু নয়, চুলের লম্বা অংশেও লাগাতে পারেন আমলকির রস। তুলো ছাড়াও লাগানো যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আঙুলের ডগা দিয়েও হাল্কা করে লাগাতে পারেন আমলকির রস। চুল চকচকে দেখতে লাগবে এর ফলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels