ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে। যে কোনও বয়সই হোক না কেন, ইউরিক অ্যাসিডের সমস্যায় এখন ভোগেন অনেকেই।

Published by: ABP Ananda
Image Source: pexels

শরীরে যখন পিউরিন ভাঙে, তখন তৈরি হয় ইউরিক অ্যাসিড। শরীর থেকে আপনা আপনিই আবার এই বর্জ্য পদার্থ বেরিয়েও যায়

Image Source: pexels

শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি অনিয়ন্ত্রিত হয়, তবে কিডনিতে পাথর এবং কিডনির অন্যান্য সমস্যাও হতে পারে

Image Source: pexels

ইউরিক আ্যাসিডের সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই মেনে চলুন এই কয়েকটি নিয়ম। ফলে মিলবে হাতেনাতে।

Image Source: pexels

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে, প্রতিদিন কমপক্ষে ২.৫ থেকে ৩ লিটার জল পান করুন।

Image Source: pexels

বেশি জল খেলে শরীরে পিউরিনের পরিমাণ বাড়াবে এবং এটি ইউরিক অ্যাসিডের ঘনত্ব কম করবে।

Image Source: pexels

পাঁঠার মাংস যতটা সম্ভব কম খান, এটি খুব তাড়াতাড়ি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

Image Source: pexels

মদ্যপান করার অভ্যাস থাকলে তা পরিত্যাগ করুন, এটি ইউরিক অ্যাসিড বাড়ার অন্যতম কারণ।

Image Source: pexels

ভিটামিন সি কিডনিতে ইউরিক অ্যাসিডের নিঃসরণকে ত্বরান্বিত করে। ফলে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া কমিয়ে ফেলুন

Image Source: pexels

খাবারের তালিকায় কমলালেবু, কিউই, আমলকী, স্ট্রবেরির মতো ফল যোগ করতে পারেন

Image Source: pexels