কার্ডিয়াক অ্যারেস্ট ও হার্ট অ্যাটাকের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই ধারণা অনেকেরই নেই।

Published by: ABP Ananda

কার্ডিয়াক অ্যারেস্ট হল এমন একটি পরিস্থিতি যখন হৃদ্‌পিণ্ড হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়

Published by: ABP Ananda

হার্রট তখন শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়। ফলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে পারে না।

Published by: ABP Ananda

তখন রোগীর শ্বাসকষ্ট হয় , অজ্ঞানও হয়ে যেতে পারেন রোগী। হঠাৎ একজনের মৃত্যুও হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: freepik

কার্ডিয়াক অ্যারেস্টের একাধিক কারণ রয়েছে, তার মধ্যে একটি হতে পারে হার্ট অ্যাটাক

হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়

Published by: ABP Ananda
Image Source: freepik

কার্ডিয়াক অ্যারেস্টের আগে অনেক সময় উপসর্গ দেখা যায় না।

Published by: ABP Ananda
Image Source: freepik

হার্ট অ্যাটাকের ক্ষেত্রে করোনারি ধমনীতে ব্লকেজ তৈরি হলে হৃদ্‌পিণ্ডে প্রয়োজনীয় রক্ত আসা বন্ধ হয়ে যায়।

Published by: ABP Ananda
Image Source: freepik

হার্ট অ্যাটাক হলে যে কার্ডিয়াক অ্যারেস্ট হবেই । তবে কার্ডিয়াক অ্যারেস্টের অন্যতম কারণ হতে পারে হার্ট অ্যাটাক

Published by: ABP Ananda
Image Source: freepik

হার্ট অ্যাটাক হলে মানুষ মারা নাও যেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: freepik

কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রেয় এক ধাক্কায় মৃত্যু হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: freepik