চুলের জন্য ফ্ল্যাক্স সিড খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। ফ্ল্যাক্স সিড থেকে তৈরি হল তেল এবং জেল। দুটোই ব্যবহার করতে পারেন চুলে। উপকার পাবেন অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফ্ল্যাক্স সিডের তেল দোকানে কিনতে পাবেন। ফ্ল্যাক্স সিড জেলও বাজারে কিনতে পাওয়া যায়। ফ্ল্যাক্স সিড শ্যাম্পুও রয়েছে তালিকায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফ্ল্যাক্স সিড খেলে দ্রুত ওজন কমে একথা অনেকের জানা থাকলেও চুলের ক্ষেত্রে ফ্ল্যাক্স সিডের গুরুত্ব অনেকেই জানেন না এখনও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাহলে চলুন সকলের সুবিধার্থে জেনে নেওয়া যাক ফ্ল্যাক্স সিড চুলের জন্য ঠিক কতটা ভাল এবং কী কী উপকারে লাগে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুলের গঠন সার্বিকভাবে মজবুত করে ফ্ল্যাক্স সিড। চুলের গোড়া শক্ত হলে কম চুল পড়বে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ক্যাল্পে সঠিক পুষ্টির জোগান দেয় ফ্ল্যাক্স সিড। আর তার মাধ্যমে নতুন চুল গজাতে সাহায্য করে এই বীজ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুল সঠিক মাত্রায় বৃদ্ধি পেতে অর্থাৎ লম্বায় চুল বৃদ্ধির ক্ষেত্রে, হেয়ার গ্রোথের ক্ষেত্রে ফ্ল্যাক্স সিড তেল কিংবা জেল- এর জুড়ি মেলা ভার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খুশকির সমস্যা দূর করে ফ্ল্যাক্স সিড। স্ক্যাল্প পরিষ্কার এবং হাইড্রেটেড রাখে। তাই কোনও প্রকার র‍্যাশ হয় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূরে মোলায়েম ভাব বজায় রাখতে সাহায্য করে ফ্ল্যাক্স সিড অয়েল বা ফ্ল্যাক্স সিড জেল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুল চকচকে রাখতে অর্থাৎ চুলের উজ্জ্বল ভাব বা জেল্লা বজায় রাখার জন্যেও ফ্ল্যাক্স সিড অয়েল এবং জেল ব্যবহার করতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels