যত্ন নিচ্ছেন, দামি দামি ক্রিম মাখছেন, কিন্তু তারপরেও জেল্লা হারাচ্ছে ত্বক?

Published by: ABP Ananda
Image Source: freepik

এই সমস্যা এখন ঘরে ঘরে। বাজার চলতি রূপচর্চার সামগ্রী দিয়ে যত্ন নেওয়ার পরেও, অধিকাংশ সময়েই প্রাণহীন দেখায় ত্বক

Image Source: freepik

ত্বক রুক্ষ, খসখসে আর প্রাণহীন হয়ে পড়ার একাধিক কারণ রয়েছে। শুধু রূপচর্চা করলেই মিলবে না এর সমাধান

Image Source: freepik

আপনি খাবারের তালিকায় কী কী রাখছেন, সেটা প্রভাব ফেলে আপনার ত্বকের ওপর।

Image Source: freepik

খাবারের তালিকায় ফল ও সবুজ সবজির মতো জিনিস রাখুন। এতে ত্বকের ওপর ভাল প্রভাব পড়ে।

Image Source: freepik

ত্বক সতেজ রাখার জন্য সবচেয়ে জরুরি ত্বককে আর্দ্র রাখা, সেটা খাওয়া দাওয়ার দিক দিয়ে এবং ত্বকচর্চার দিক দিয়েও।

Image Source: freepik

অনেক সময়ে ত্বকের ওপর মৃত কোষ জমে যাওয়ার ফলেও ত্বককে প্রাণহীন দেখায়

Image Source: freepik

ত্বকের ওপর মৃত কোষ জমে থাকলে, ফেসিয়াল, স্ক্রাব বা পিল অফ মাস্কের সাহায্যে সেটা তুলে ফেললেই ফল পাবেন।

Image Source: pexels

ইউভি রশ্মির কারণে ত্বকের ভীষণ ক্ষতি হয়, তাই সানস্ক্রিন মাখা জরুরি। এটা ত্বককে রোদ থেকে রক্ষা করে।

Image Source: pexels

দূষণ এবং ময়লাও ত্বকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য ত্বক পরিষ্কার রাখা ভীষণ জরুরি।

Image Source: pexels

অনেক সময়ে ভিটামিন বি এবং সি-ও ত্বকের ঔজ্জ্বল্য় হারানোর কারণ হতে পারে। এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন

Image Source: freepik